সারাদেশ

ভোলায় ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে মোবাইল কোর্ট পরিচালনা: গ্রেফতার ৩ জন

মোঃ ইয়াছিন আরাফাত শান্ত: ভোলা প্রতিনিধি || ভোলায় আয়কর অফিসের ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন উপজেলার বাজারে করা হতো অভিযান। সে অভিযানে পরিচালনা করে ব্যবসায়ীদের থেকে টাকা হাতিয়ে নেয়া হতো। অবশেষে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগে জরিমানা করার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে ভোলা জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

এরা হলেন, ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরান শুভ (২২) চর গোয়ালীয়া মনপুরা, বাবুল হাওলাদার চালক বোরহানউদ্দিন হাসাননগর ইউনিয়ন ও আনসার সদস্য হারুন উর রশীদ (৪৩) বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের বাসিন্দা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ফেসবুকে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত একটি পোস্ট দেখে ডিবি পুলিশের টিম। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলা থেকে ভুয়া ম্যাজিস্ট্রেটসহ ওই দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মোবাইল কোর্ট পরিচালনার একটি ভুয়া অনুমতিপত্র, আইডি কার্ড ও জরিমানা করার কাগজপত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,