শ্যামনগরে জমি বিরোধ কে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের জমি বিরোধ কে কেন্দ্র করে সমাধানের জন্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী (রবিবার) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন টেংরাখালী গ্রামের নেছার উদ্দীন ভাঙ্গীর পুত্র আব্দুল খালেক ভাঙ্গী (৫৫)।
তিনি লিখিত বক্তব্যে জানান, শ্যামনগর উপজেলাধীন ০৬ নং রমজাননগর ইউনিয়নের জে, এল ৭৮ নং ভেটখালী মৌজার ১/৬২ নং খতিয়ানে ৭৮০/১৪৫১, ১৩০১/১৩৮৮, ৭২৪ নং দাগে ৫.৩৭ একর জমি তিনি রেজিস্ট্রী কোবালা সূত্রে প্রাপ্ত হয়ে ধান্য ও মৎস্য চাষাবাদের মাধ্যমে ১৯৯০ সাল থেকে অদ্যবধি শান্তিপূর্ন ভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু তার প্রতিপক্ষরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার মানসে দীর্ঘদিন যাবৎ জবর দখলের প্রচেষ্টায় শত্রুতা পোষন করে আসছেন।
এবিষয়ে বিজ্ঞ দেওয়ানী ১৪/২০২১ নং মামলায় বিচারাধীন থাকাবস্থায় প্রতিপক্ষদের অনধিকার প্রবেশে গত ইংরেজি ২০২৪ সালের ২৪ নভেম্বর তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞা জারী হয়েছে। কিন্তু প্রতিপক্ষ সেটি অমান্য গত ১৭ জানুয়ারী তারিখ শুক্রবার, সকাল অনুমান ১০টায় এ জমিতে প্রবেশ করে জবর দখলের চেষ্টা করলে তখন তিনি সহ তার লোকজন প্রতিপক্ষের অবৈধ কার্যক্রমে বাধা সৃষ্টি করেন।
বাধা সৃষ্টিকালে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করেন।তিনি বক্তব্যে আশঙ্কা প্রকাশ করে বলেন প্রতিপক্ষরা তার পরিবারের ক্ষতিসাধন করা সহ জমি দখল করে নিতে পারেন। এ জন্য তিনি এবিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।