সারাদেশ

কচুয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ ওয়ারেন্ট ভুক্ত একাধিক আসামী গ্রেফতার 

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে।
কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে এসআই চন্দ্রকান্ত গাইন ও তার  সংগীয় ফোর্স সহ কচুয়া থানাধীন ৬ নং রাড়ীপাড়া ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকসহ ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক করা হয়।
এ বিষয়ে জানাযায়, বিশেষ অভিযান পরিচালনাকালে নরেন্দ্রপুর গ্রামস্থ নুরজাহানপুর দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর থেকে চর টেংরাখালী এলাকার মোঃ জাফর শেখ এর ছেলে মোঃ ইনছান শেখ (২৮) ও বিলকুল এলাকার আশরাফ মোল্লার ছেলে মোঃ জাহিদ মোল্লা (২৮) কে ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ আটক করা হয়।
 উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে কচুয়া থানা মামলা নং- ৩, তাং-০৪/০২/২০২৫ ইং, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনীর ১৯(ক)/৪১ রুজু করা হয় এবং পাঃ জারী ১০/২২ (কচুয়া) এর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আনছার আলী খানের ছেলে মোঃ রুবেল খানকে আটক করা হয়। তার বাড়ি কচুয়া উপজেলার বারূইখালী এলাকায়। ওয়ারেন্টভুক্ত ইসারাত শেখ এর ছেলে মোঃ আব্দুল্লাহ ও আউয়ুব আলী শেখ এর মেয়ে রুবিয়া বেগমকে আটক করা হয়। তাদের উভয়ের বাড়ি কামারগাতি। কচুয়া থানার মামলা নং-০৭।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল আলম এ তথ্য আমাদের নিশ্চিত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে সবাইকে গতকাল সোমবার রাতে বিভিন্ন সময় আটক করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং