ফেনীর সোনাগাজীতে বিএনপির জনসভা ঘিরে সাজসাজ রব,ব্যাপক প্রস্তুতি।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজীতে বিএনপির জনসভা ঘিরে সাজসাজ রব উঠেছে।ব্যানার,ফেস্টুন ও তোরণে তোরণে চেয়ে গেছে পৌর এলাকা।ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে প্রতিদিন ২০-২৫টি মাইক সিএনজি অটোরিকশাযোগে প্রচারণা চালাচ্ছেন।গত তিন দিন যাবৎ পৌরশহর খণ্ড খণ্ড মিছিলে উৎসবের শহরে পরিণত হয়েছে।সকাল, বিকাল ও সন্ধ্যায় পালা করে মিছিল করা হচ্ছে।মঞ্চ ও মাঠ প্রস্তুত হয়ে গেছে।পৌর শহরের যাজনট নিরসনে ছাত্রদল,যুবদল ও স্কাউট সদস্যারা রাজপথে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন।বুধবার বিকাল তিনটা থেক সোনাগাজী সরকারি ছাবের মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে।মঙ্গলবার বিকালে জনসভার সর্বাত্মক প্রস্তুতির চিত্র তুলে সভাস্থলে সংবাদ সম্মেলন করেন।চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহবুবের রহমান শামীম।তিনি বলেন বিএনপি নেতাকর্মীরা এক্যবদ্ধভাবে প্রচারণা চালাচ্ছেন।জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।স্মরণ কালের বড় একটি জনসভায় রূপান্তরিত হতে পারে।বিএনপি গণমানুষের দল।বিএনপি ছাড়াও সভায় সর্বস্তরের জনতার বিপুল সমাগম ঘটবে।সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এছাড়া আরও উপস্থিত থাকবেন-বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু,আব্দুল আউয়াল মিন্টু,সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী,যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু,কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা,সদস্য সচিব ও অন্যান্য সদস্যবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমরা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমন।এই সময় তারেক রহমান ২০১৬ সালে র্যাবের গুলিতে নিহত সোনাগাজী উপজেলা যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারের নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন।এছাড়াও ফেনী,নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হবে।এই সময় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা বলেন,আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার কারণে যুবদল নেতা মাসুদকে তথাকথিত ক্রসফায়ার নামে র্যাব সদস্যরা গুলি করে বিচার বহির্ভূতভাবে হত্যা করে।