সারাদেশ

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে জুলাই বিপ্লবের আলোক চিত্র প্রদর্শনী।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর উত্তরাঞ্চলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে জুলাই বিপ্লবের আলোক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রভাষক জহিরুল ইসলাম রাজুর সঞ্চালনায়, অধ্যক্ষ নুরুল আলমের সভাপতিত্বে এই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আরিফুর রহমান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরশুরামের সমন্বয় আবদুল কাদের মিনার,ছাত্র প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও নাহিদ রাব্বি।বক্তব্য শেষে জুলাই-আগস্টের অভ্যুত্থানের বিভিন্ন হত্যাকাণ্ডের স্মৃতি বিজড়িত আলোচিত প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে কলেজের সকল বিষয়ের প্রভাষক,একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং