সারাদেশ

পঞ্চগড়ে অনশনের আড়াই ঘণ্টা পর ডিসির আশ্বাসে সরে আসলেন স্বেচ্ছাসেবী ফোরাম

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড় জেলার সকল সরকারি হাসপাতাল সমূহে চিকিৎসক পদায়ন, পঞ্চগড়ের আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন চালুসহ ৯ দফা দাবীতে অনশনের প্রায় আড়াই ঘন্টা পর পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলীর আশ্বাসে অনশন স্থগিত করেছে  সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরা। কর্মসূচি স্থগিত করে অনশন থেকে সরে আসলেন তারা।
৪ জানুয়ারি মঙ্গলবার সকাল দশটায় পঞ্চগড়-ঢাকা মহাসড়ক সংলগ্ন শেরেবাংলা পার্ক চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা এই কর্মসূচি শুরু করে। পরে দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী ও পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান অনশন কর্মসূচিতে এসে চিকিৎসক সংকট দূর করার বিষয়ে মন্ত্রণালয়ের আশ্বাসের কথা জানান। একই সঙ্গে অনশন ভাঙার অনুরোধ করেন তাঁরা। এসময় জেলা প্রশাসক সাবেত আলী অনশনরতদের পানি পান করিয়ে অনশন ভাঙান।
সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব সরকার বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে।’
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ‘সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে মন্ত্রি পরিষদ বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিপত্র পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং