কচুয়ায় জমকালো আয়োজনে শেষ হলো ৫ দিনব্যাপী বইমেলা

উজ্জ্বল কুমার দাস বাগেরহাট জেলা প্রতিনিধি।।
এসো দেশ বদলাই ‘পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহযোগিতায় কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজন শেষ হলো ৫ দিনব্যাপী বইমেলা। ৩০ জানুয়ারি কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ ফিতা কেটে বইমেলার শুভ উদ্বোধন করেন।
৩ ফেব্রুয়ারী প্রধান অতিথি হিসেবে বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বই মেলার সমাপ্তি ঘোষণা করেন।সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বিজয় কুমার জোয়াদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, কচুয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর বরন পাইক, কচুয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ রায়হান হোসেন,একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,সাংবাদিক রাকিবুল হাচান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কচুয়া উপজেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম সহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রাথমিক,মাধ্যমিক,কলেজ ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী,স্কাউট সদস্য, বিডি ক্লিন,সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।বই মেলা উপলক্ষে প্রতিদিন বিকাল ৪ টা থেকে দেশীয় ঐতিহ্যের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়াও সংক্ষিপ্ত পরিসরে স্থানীয় কবি সাহিত্যিকদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান ও অনুষ্ঠিত হয়।