ফেনী সদরের বালিগাঁও ও পাঁচগাছিয়া অভিযান চালিয়ে এস্কেভেটর ও ৫ টি ট্রাক জব্দ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী সদরের বালিগাঁও ও পাঁচগাছিয়া অভিযান চালিয়ে এস্কেভেটর ও ৫ টি ট্রাক জব্দ ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে রাত ১১:০০ টা থেকে ০১:৩০ টা পর্যন্ত সময়ে ফেনী সদর উপজেলার বালিগাঁও ও পাঁচগাছিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত একটি এস্কেভেটর ও অপরিকল্পিত ভাবে মাটি বালি পরিবহন করে পবিত্র রমজান মাসে মানুষের ঘুম বিনষ্ট করে ও চলাচলের রাস্তা নষ্ট করে গণউপদ্রব সৃষ্টিকারী ০৫ (পাঁচ) টি ট্রাক জব্দ করা হয়।এস্কেভেটরটি আনার সুযোগ না থাকায় সেটি সাময়িকভাবে অকেজো করে দেওয়া হয়।ট্রাক পাঁচটি হেফাজতে রাখা হয়েছে।ট্রাকগুলোর বিষয়ে আইনি পদক্ষেপ চলমান।অভিযোগ পেলে মাটিকাটার বিষয়ে যতটুকু সম্ভব সর্বোচ্চ আন্তরিকতার সাথে ব্যবস্থা নেওয়া হবে।যারা মাটি বিক্রয় করে ও যারা মাটি ক্রয় করে তাদের সম্পর্কে নিম্নোক্তভাবে তথ্য নিয়ে গোপনে মেসেজ দিয়ে সহযোগিতা করুন।
নাম-
মোবাইল নং-
বাড়ির ঠিকানা-
ব্যবসায়িক ঠিকানা-
দিনের বেলায় এস্কেভেটরের অবস্থান-
প্রশাসনিক ব্যস্ততা ও অন্যান্য জটিলতার কারণে অনেক সময় তড়িৎ ব্যবস্থা নেওয়া যায় না।সেক্ষেত্রে সচেতন মহলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হলো।মাটি খেকোদের বিরুদ্ধে স্থানীয়ভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলুন।ধনবাদান্তে সজীব তালুকদার সহকারী কমিশনার ভুমি ফেনী সদর।