সারাদেশ

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জয়পুরহাটে যুব সমাবেশ অনুষ্ঠিত 

জয়পুরহাট জেলা প্রতিনিধি: ০৬ ফোব্রুয়ারী ২০২৫ইং
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় যুব ভবন হলরুমে জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ মুহাম্মদ আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ ও সফল উদ্যোগত্তা আবু রায়হান প্রমুখ।
এ সময় বক্তারা “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” শির্ষক শ্লোগানে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,