তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জয়পুরহাটে যুব সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা প্রতিনিধি: ০৬ ফোব্রুয়ারী ২০২৫ইং
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় যুব ভবন হলরুমে জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ মুহাম্মদ আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ ও সফল উদ্যোগত্তা আবু রায়হান প্রমুখ।
এ সময় বক্তারা “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” শির্ষক শ্লোগানে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।