সারাদেশ

কালাইয়ে জনপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উদযাপন

জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের কালাইয়ে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ২৫ বছর উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী)  বেলা সাড়ে ৩ ঘটিকায়  কালাই প্রেসক্লাব এ আয়োজন করা হয়।পত্রিকাটি ৬ ফেব্রুয়ারী ২০০০ সালে যাত্রা আরম্ভ করে সুনামের সাথে প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের সকল পর্যায়ের বস্তু নিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দৈনিক যুগান্তরের কালাই উপজেলা প্রতিনিধি ও কালাই প্রেসক্লাবের সভাপতি এটি এম সেলিম সারোয়ার হোসেন সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলার নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন,কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, এসময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন টেলিভিশন এর জেলা প্রতিনিধি  আবু-বক্কর সিদ্দিক,দেশ টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, এস এ টিভির জেলা প্রতিনিধি সোহেল আহমেদ লিও,নয়াদিগন্ত  মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম আকন্দ,সাপ্তাহিক জয়পুর কন্ঠ এবং  দৈনিক ঢাকা ক্যানভাস এর স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম জাহিদ,   প্রেসক্লাব কালাইয়ের সভাপতি এবং আজকের পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি আতাউর রহমান,  দৈনিক ইত্তেফাক এর উপজেলা প্রতিনিধি ও সাধারন সম্পাদক কালাই তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেড নাফিউৎ জামান তালুকদার ডলার, প্রতিদিনের কাগজের কালাই উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হাই,ভোরের কথার কালাই উপজেলা প্রতিনিধি জীবন তালুকদার লিটন,লিখনি সংবাদের জেলা প্রতিনিধি মোঃ ফজলুর রহমান সুইট, সরজমিনের উপজেলা প্রতিনিধি তানজির আহমেদ সাকিবসহ আরো অনেকে ।
এ সময় কালাই উপজেলার নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান সংবাদপত্রটির ভূয়সী প্রশংসা করে বলেন,যুগান্তরের প্রতিনিধি একজন ভালো মানুষ আমরা তার অর্ধবর্ষ পূর্তি সহ শতবর্ষ পূর্তি উদযাপন করতে চাই।
এছাড়া বিভিন্ন প্রতিনিধিরা দৈনিক যুগান্তর পত্রিকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশংসা করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,