ভূঞাপুরে “প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের” ১৫ বছরে পদার্পণ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল

খায়রুল খন্দকার টাঙ্গাইল :‘শিক্ষা শান্তি পরিশ্রম ও উন্নতি’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সেবামূলক সামাজিক সংগঠন “প্রতিভা যুব ও ছাত্র সংগঠন” এর ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয় (মুশাররফ স্যার রেখা কমপ্লেক্স) এর ৩য় তলায় সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ইমন সাদিক সুজনের সভাপতিত্বে, রেজওয়ানুল করিম রানার সঞ্চালনায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন (সুশাসনের জন্য নাগরিক) সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, বিশিষ্ট সমাজ সেবক খায়রুজ্জামান ভূঁইয়া, ইবরাহীম খাঁ পাঠাগার সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন তালুকদার। সেবক টাঙ্গাইল জেলার সভাপতি খায়রুল খন্দকার সহ অন্যান্যারা।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক কবি অধ্যাপক আখতার হোসেন খান, মাধ্যমিক শিক্ষক সমিতি সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান বাবু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও ভূঞাপুর রির্পোটার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সম্পাদক হাছান সারোয়ার লাভলু, অধ্যাপক সামছুল আলম সবুজ, অধ্যাপক শাহরিয়ার হোসেন, কবি মামুন তরফদার, হালিমুর রিপন, সাংবাদিক সিরাজুল ইসলাম কিসলু, আব্দুল লতিফ তালুকদার, কোরবাম তালুকদার সেবক টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, শিক্ষক আল আমিন খান, মেহেদী হাসান, মো. রনি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ সংগঠনের অন্যান্যা সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের নতুন টি-শার্ট উন্মোচন করা হয়। দোয়া পরিচালনা করেন অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয় এর ধর্মীয় শিক্ষক মোঃ ইকবাল হোসেন।