সারাদেশ

আইন লঙ্ঘন করায় নোবিপ্রবির দুই কর্মকর্তাকে শোকজ

নোবিপ্রবি প্রতিনিধি :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই বিপ্লবের বিরুদ্ধে প্রচারণা করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই কর্মকর্তাকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাকুরি বিধি লঙ্ঘনের কারণে তাদের ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন-বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহকারী পরিচালক জিয়াউর রহমান ভূঁইয়া (সম্রাট) এবং ব্যবসায় অনুষদের ডেপুটি রেজিস্ট্রার তারেক মো. রাশেদ উদ্দিন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত একাধিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ০৫ ফেব্রুয়ারি ২০২৫ জিয়াউর রহমান ভূঁইয়া সম্রাটের ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্ট Samrat Sf থেকে জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থি একটি পোস্ট করা হয় এবং জিয়াউর রহমান ভূঁইয়া সম্রাটের ফেইসবুক অ্যাকাউন্টের করা একটি পোস্টে ডেপুটি রেজিস্ট্রার তারেক মো. রাশেদ উদ্দিন একটি বিতর্কিত মন্তব্য করেন।
যা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ৪৭(৫), সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ২০১৮ এর বিধি ২(খ) এবং সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ বিধি ৬(২) (গ) ও ১০(ক) এর সুস্পষ্ট লঙ্ঘন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত আইন, বিধিমালা এবং নির্দেশিকা লঙ্ঘনের দায়ে আপনাদের বিরুদ্ধে কেনো শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণের নির্দেশ দেওয়া হলো।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং