সিরাজগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুয়েল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি:
ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
গৌরব, ঐতিহ্য ও আদর্শের ধারক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন (মুক্তির সোপান) থেকে র্যালিটি শুরু হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আলহাজ উদ্দিনের নেতৃত্বে র্যালিটি মুজিব সড়ক ও এস এস রোড প্রদক্ষিণ করে মুক্তির সোপানে এসে শেষ হয়।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল আজিজ, শহর ছাত্রশিবিরের সভাপতি মো. শামীম রেজা, সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা ছাত্রশিবিরের আদর্শ, লক্ষ্য ও অর্জন তুলে ধরে সংগঠনের সদস্যদের ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।