বিএনপির সমাবেশ সফল করতে ফেনী জেলা যুবদলের প্রস্তুতি সভা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ,আইন-শৃঙ্খলার উন্নতি ও নির্বাচনী রোড ম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আগামী ১৬ ফেব্রুয়ারী ফেনীর মিজান ময়দানে সমাবেশ সফল করতে জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।১৪ ফেব্রুয়ারী শুক্রবার
রাতে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকার।ফেনী
জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন ভিপি বেলাল ও যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সুমন। এই সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।সভায় বক্তারা বলেন,বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আগামী ১৬ ফেব্রুয়ারী ফেনীতে জনসভা সফল করতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনসভায় রেকর্ড সংখ্যক নেতাকর্মী উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং আগামী দিনে যুবদলের পুনঃগঠনে নেতৃত্বে আসতে হলে সুশৃঙ্খল কর্মসূচি পালন করে যোগ্যতার পরিচয় দেয়ার আহবান জানান।