সারাদেশ

দিনাজপুর বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো অনুষ্ঠিত

মোঃমোমিনুল ইসলাম (দিনাজপুর)
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর সড়ক সংক্রান্ত গণসচেতনতা মুলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পাতিবার   ১৩ র্মাচ  সকাল ১২টায় দিনাজপুর বাস টার্মিনালে  কার্যক্রম করা হয়। আয়োজনে ছিলেন, দিনাজপুর সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
কার্যক্রমের শুরুতে পথচারীদের সড়কে নিয়ম মাফিক চলাফেরা করার জন্য সচেতন করা হয়। এরপর দুরপাল্লার বাস, ট্রাকসহ আরো সকল যানবাহনের চালকদের সচেতন করা হয় এবং গাড়িতে গাড়িতে সচেতনতামূলক পোস্টার মেরে দেয়া হয়। এরপর গাড়ি চালক ও যাত্রীদের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও গাড়ি চালকদের নিয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
উক্ত অনুষ্ঠানের সহযোগিতায় “নিরাপদ সড়ক চাই (নিসচা) দিনাজপুর জেলা শাখা” ও লাল সবুজ সোসাইটি দিনাজপুর মোটরযান পরিদর্শক মোঃ জয়নাল আবেদীন, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট  খুলুদ হাসান, অফিস সহায়ক মো:আলভী ,  নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান, নিরাপদ সড়ক চাই (নিসচা) দিনাজপুর জেলা শাখার সদস্য মোঃআসতারুল আলম, মোঃমোমিনুল ইসলাম,মোঃমেহেদী হাসান ফুয়াদ প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,