সারাদেশ

ববি প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান 

মুনতাসির রাহী, ববি প্রতিনিধি
মহিমান্বিত মাস রমজানের পবিত্রতা ও বরকত অর্জনের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার  (১৩ মার্চ) বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের আয়োজনে একাডেমিক ভবনের তৃতীয় তলায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের শ্রেণি কক্ষে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। তিনি বলেন, রোজার মাস সংযমের মাস।আমাদের সকল কাজের লক্ষ্য হোক আল্লাহর সন্তুষ্টি অর্জনের। বরকতময় মাসে সবার শান্তি কামনা করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদ বলেন,সাংবাদিকেরা জাতির বিবেক ও সমাজের দর্পণ।একজন সাংবাদিক তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে যেমন সমাজের ক্ষতির কারণ হতে পারে ; আবার ভালোর দিকও তুলে ধরতে পারে। এজন্য বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ উপস্থাপন করতে হবে। আমি বিশ্বাস করি,ববি প্রেস ক্লাব বস্তুনিষ্ঠতা বজায় রাখে,ভবিষ্যতেও রাখবে।এসময় তিনি সকলের দোয়া ও শান্তি কামনা করেন।
ববি প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তার।
ববি প্রেস ক্লাবের অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক তানজিদ শাহজালাল ইমন,সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান,সদস্য আবু উবাইদা, নুর ইসলাম নিয়ন,ডালিয়া হালদার,সাইফুল,নওরিন নূর তিষা ও মুনতাসির রাহী প্রমুখ। সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং