সারাদেশ

সদরপুরে আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সদরপুর থেকে শিমুল তালুকদার
ফরিদপুরের সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ আন্তজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার শৌলডুবি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকা ও নগদ টাকা উদ্ধার করা হয়। ১৫ ই মার্চ শনিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তাকৃতরা হলেন গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার টেংরাখোলা গ্রামের সোহাগ সরদারের ছেলে রিজু সরদার (২৫) মৃত: মোক্তার সরদারের ছেলে মোঃ সোহাগ সরদার (৪২) ও ফদিরপুর জেলার সালথা থানার চান্দখোলা গ্রামের স্বাধীন মোল্যার ছেলে রবিউল মোল্যা (৩৯) ।
এ ব্যাপারে সদরপুর থানা ওসি মোঃ আ: মোতালেব বলেন, গ্রেপ্তারকৃতরা চুরির সঙ্গে জড়িত এরা আন্তজেলা চোর চক্রের সদস্য। এদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,