ফেনীর ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।২৫ শে জানুয়ারী শনিবার বিকালে বাংলা বাজার মাদ্রাসা মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ফেনী জেলা আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নান।প্রধান বক্তা ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ফেনী-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট এস.এম কামাল উদ্দিন।পাঠাননগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ফারুক আহমদ এর সভাপতিত্বে এবং সহ-সেক্রেটারি মাস্টার আবদুল হাই এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন,ফেনী জেলা জামায়াতের কৃষি ও অর্থনীতি সম্পাদক মজিবুর রহমান,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ ইলিয়াস,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা সভাপতি আবু হানিফ হেলাল, আইবিডব্লিউএফ অঞ্চল সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন,শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল মতিন ভূঁইয়া ছাগলনাইয়া উপজেলা জামায়াতের আমির কে.এম আজাদ হোসাইন, সেক্রেটারি জাফর আহাম্মদ মোল্লা,শূরা ও কর্মপরিষদ সদস্য আনোয়ারুল হক মাসুদবক্তব্য রাখেন,ছাগলনাইয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোতাহের হোসেন লিটন,সুপ্রিম কোর্টের এডভোকেট আজিম উদ্দিন,আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম তুহিন,ফেনী জেলা ছাত্রশিবির কলেজ সম্পাদক মোঃইয়াছিন ছাগলনাইয়া থানা পশ্চিম শিবির সভাপতি তারেক হোসেন,ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল কাশেম,সহ-সেক্রেটারি খুরশিদ আলম,ইউনিয়ন ওলামা বিভাগ সভাপতি হাফেজ আব্দুল আউয়াল,পেশাজীবী সভাপতি ছালেহ আহমদ মজুমদার প্রমুখ।এতে পাঠাননগর ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা অংশ নেন।