সারাদেশ

কালিয়া হরিপুর ইউনিয়নে হত-দরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে হত-দরিদ্রদের মাঝে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এর ১৫ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে মেসার্স রোহান ট্রেডার্স মাধ্যমে কালিয়া কান্দাপাড়া হাটখোলা আজাদ মার্কেটে চাল বিক্রয় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ কান্দাপাড়া ফরেস্ট দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা কালিয়া হরিপুর ব্লকের উপ সহকারী কৃষি অফিসার মোঃ মোতাহার হোসেন, কান্দাপাড়া ফরেস্টের ডিলার মেসার্স রোহান ট্রেডার্স ও কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক জয়েন সেক্রেটারি নুরনবী সেখ, কালিয়া হরিপুর ইউনিয়নের যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ পারভেজ আহমেদসহ প্রমুখ।
এসময় ৫৭০ জন কার্ডধারী সুবিধাভোগী ১৫ টাকা কেজি দরে ৩০কেজি করে চাল ক্রয় করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,