সারাদেশ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রায়পুরে বিক্ষোভ ও মানববন্ধন

মাহমুদ সানি,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন যুবসমাজের ব্যানারে সমন্বয়ক ও শিক্ষার্থীরা। আজ বুধবার (১৯ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ওসমান চত্বরে মালয়েশিয়া প্রবাসী আকরাম সেটের সহযোগিতায় বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। চার শতাধিক ফিলিস্তিনি ভাই-বোনকে হত্যা করেছে ইসরায়েল। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, গাজায় শুধু মুসলমানরা আক্রান্ত হয়েছে মনে করবেন না। মূলত বিশ্ব মানবতাই আজ ইসরায়েলি বাহিনীর হামলার শিকার। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবৈধ দখলদার ইসরায়েল স্বাধীন ফিলিস্তিনের ওপর হামলা করে আসছে৷ তারা শুধু যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি, পুরো গাজা উপত্যকা দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছে। সাহরিরত ফিলিস্তিনিদের ওপর হামলার মধ্যদিয়ে ইসরায়েল বিশ্ববাসীকে জায়ন পলিটিক্স বাস্তবায়নের বার্তা দিয়েছে। এটা বিশ্বমানবতার ওপর আঘাত। বিশ্বনেতাদের অবশ্যই ন্যাক্কারজনক এই হামলা বন্ধে পদক্ষেপ নিতে হবে।
এদিকে-বাংলাদেশের বিরুদ্ধে যারা ভারতের কাছে মিথ্যা ও ভিতিহীন তথ্য প্রচার এবং দেশের বিরুদ্ধে অপপ্রচার করে তাদেরকে দেশত্যাগ করার অনুরোধ করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশগ্রহন করেন, জোবায়ের আল আহসান, ফয়েজ আহমেদ, আসিফ, নাসির আল ইমরান, ওসমান শুভ, নাইম হোসেন, নুর আলম হৃদয়  ও মোস্তফা প্রমূখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,