সারাদেশ

ভোলায় তৃষ্ণা ফাস্ট ফুডকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভোক্তা অধিকার 

মোঃ রাফসান জানি, ভোলা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয় কর্তৃক ভোলার সদর রোডে অবস্থিত তৃষ্ণা ফাস্ট ফুড এর শোরুমে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯ মার্চ (বুধবার) দুপুর ১২ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পোশাক ও ইফতার সামগ্রীর উপর এ অভিযান পরিচালনা করা হয়েছে।
পোশাক বিক্রি প্রতিষ্ঠানগুলোতে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য যাচাই করা হয়েছে। এবং নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি দামে পোশাক বিক্রির অপরাধে ওসধমব কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২ হাজার টাকা এবং তৃষ্ণা ফাস্ট ফুড ইফতার সামগ্রী তৈরি করার মুহুর্তে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে সময় হাতেনাতে বেগুনীতে জ্যান্ত লেদা পোকা পাওয়া যায়। এ ছাড়াও ২৫ ঘণ্টা আগের বাসি ইফতার প্যাকেট করছে আজকে বিক্রির জন্য। ফালুদাতে তেলাপোকার বিষ্ঠা পাওয়া যায়। ইফতার সামগ্রীর মূল্য তালিকা নেই। এসব অপরাধে তৃষ্ণা ফাস্ট ফুডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০’হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সার্বিক নিরাপত্তা ও সহায়তায় উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার পুলিশের একটি চৌকশ টিম। এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা, সভাপতি, ক্যাব ভোলা এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,