জামালপুরের বকশীগঞ্জ রহস্যজনক চার গরুর মৃত্যু
মোঃ আমিনুল ইসলাম
বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর দক্ষিণপাড়া গ্রামে রহস্যজনক বিষক্রিয়া হঠাৎ চারটি গরুর মৃত্যু হয়েছে। এতে গরু মালিকের সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গরুর মালিক মো. আনোয়ার হোসেন বলেন, বিকাল ৫ ঘটিকার সময় বন থেকে গরু চড়িয়ে বাহিরে চাড়িতে বেঁধে রাখি ইফতারের পরপরই এক সাথে চারটি গরু মারা যায়।
অন্য দুইটি গরু এখন পর্যন্ত জীবিত আছে। ধারণা করা হচ্ছে দুর্বত্তরা আগে থেকেই চাড়িতে বিষ ছিটিয়ে রেখেছিলো।
যার ফলে বিষক্রিয়ায় গরুগুলো মারা গেছে।
তিনি আরও বলেন, এ কেমন শত্রুতা আমার সঙ্গে কারোর শত্রুতা থাকতে পারে তাই বলে গরুগুলোকে মেরে ফেলবে।
এ ঘটনার পর গরু মালিক আরো বলেন আমি কাউকে সন্দেহ করি না, আল্লাহ উপরে একজন আছেন তিনি বিচার করবেন।





