ফেনীর লেমুয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর লেমুয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক।বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, যুগ্ম আহ্বায়ক বাবু তপন কর,দপ্তরের দায়িত্বে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম,লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়াজী সিনিয়র সহ-সভাপতি সালেহ আহমদ,সাধারণ সম্পাদক রিপন মেম্বার,কালিদহ বিএনপির সভাপতি নুরুল হক লিটন,ফরহাদ নগর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,ধলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী সহ প্রমুখ।এই সময় গাজী হাবিবুল্লাহ মানিক বলেন,দীর্ঘ অত্যাচার শাসন ব্যবস্থার পর আমরা মুক্ত হয়ে বর্তমান ইফতারে মাহফিলের আয়োজন করেছি।অতীতের আন্দোলন সংগ্রামে লেমুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে এবং দেশনেত্রী খালেদা জিয়াকে পুনরায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী করতে হবে।





