কর্ণফুলীতে হাতির আক্রমণে শিশুর মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ
দীর্ঘ সাড়ে ৬ ঘন্টার পর যান চলাচল স্বাভাবিক
কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে ৩ মাস বয়সী মোঃ আরমান জাওয়াদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বড়উঠান (৫ নম্বর ওয়ার্ড) শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।
এ ঘটনায় শিশুটির মা খজিমা বেগম (৩০) গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে নিহত শিশুটির লাশ নিয়ে শনিবার ভোর ৬টা থেকে পিএবি সড়ক দৌলতপুর স্কুল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। হাতি অপসারণের
দাবিতে তাদের অবরোধে ঘণ্টার পর ঘণ্টা পিএবি সড়কে হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় । এরফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আশপাশের সড়কগুলোতে। ভোগান্তিতে পড়ছেন কেপিজেডের হাজার হাজার কর্মচারীরাসহ সাধারণ যাত্রীরা, অবরোধের কারণে সড়কের উভয় পাশে প্রায় দীর্ঘ আট কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিলেন । প্রায় সাড়ে ছয় ঘন্টার পরে যান চলাচল স্বাভাবিক হয়।
সকাল দশটার দিকে পিএবি সড়কের উপর নিহত ওই শিশুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় হাজার মানুষ জানাজায় অংশ নেয়।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে একটি বন্য হাতি মোহাম্মদ ইব্রাহীমের টিনের ঘরে ভাঙচুর শুরু করলে তাঁর স্ত্রী খজিমা বেগম শিশু জাওয়াদকে নিয়ে ঘর থেকে বের হন। এ সময় বন্য হাতিটি তাঁকে শুঁড় দিয়ে তুলে আছাড় দেয়। এ সময় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এলাকার শাহাজাহান নামের এক ব্যক্তির ঘরেও হামলা করে বন্য হাতিটি।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আবদুল আজিজ বলেন, গতকাল রাত ১টার দিকে বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর ৬ নম্বর ওয়ার্ডের মাজারপাড়ার আবদুল গফুরের ঘর ভেঙে ফেলে হাতি। সেখান থেকে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পাশের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি যায় হাতির দল। হাতি তাদের ঘরে তাণ্ডব চালালে প্রাণ বাঁচাতে ঘুমন্ত শিশুকে নিয়ে ওই গৃহবধূ পাশের একটি ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর কোল থেকে শিশুটি পড়ে গেলে হাতির আক্রমণে শিশুটি মারা যায় এবং তার মা আহত হন।
প্রতিবেশী আবদুল আজিজ আরও বলেন, হাতির শুঁড়ের আঘাতে শিশুটি মাথায় গুরুতর আঘাত পায়। এলাকাবাসীর সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত খতিজাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা, জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বিক্ষুব্ধ জনতার সঙ্গে দেখা করতে আসেন। এসময় তারা বিক্ষুব্ধদের দাবি শোনেন, জনতা আগামী ৪ দিনের একটা সমাধান চেয়েছেন এবং তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।পরে পরিস্থিতি স্বাভাবিক হয়,এবং যান চলাচল স্বাভাবিক হয়।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, হাতির আক্রমণে শিশু নিহতের ঘটনায় এলাকা থেকে হাতি সরিয়ে নেওয়ার দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করে স্থানীয়রা। পরবর্তী সময়ে বনবিভাগসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ জনতা সড়ক থেকে সরে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়





