সারাদেশ

পূর্বধলায় তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনার পূর্বধলায় আজ থেকে ৩ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির, উপজেলা আইসিটি অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা তথ্য সেবা অফিসার উম্মুল ওয়ারা ঊর্মি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু প্রমুখ।
 এসময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা মেলার অংশ গ্রহনকারী প্রতিটি স্টল পরিদর্শন করেন। তিন দিনব্যাপী এ মেলা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলায় ০৮ টি স্টল স্থান পায়।
উল্লেখ্য যে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে তারুণ্যের উৎসব আয়োজন করা হচ্ছে। ৩০ ডিসেম্বর শুরু হওয়া ৫১ দিনব্যাপী উৎসব আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং