সারাদেশ

পূর্বধলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায়  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সম্মেলন ও নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) দুপুর ২ ঘটিকায় পূর্বধলা হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন আইএবি অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে ২০২৫ সালের নতুন কমিটির সভাপতি আরিয়ান আহমেদ ফাহিম, সহ-সভাপতি মো: রাকিবুল ইসলাম এবং মো: মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পূর্বধলা উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। পরে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রধান বক্তা সাইফুর রহমান নির্জন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন নেত্রকোণা জেলার সাধারণ সম্পাদক সাইফুর রহমান নির্জন।
উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি জাহিদুল কানন পিয়াসের সভাপতিত্বে ও উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ইসলামী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাহমুদ দিহান, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি শামিম হোসেন মাস্টার, সাবেক নেত্রকোনা জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন মিসবাহ,  উপজেলা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আ: গফুর, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি হাফেজ মোজাম্মেল হক, উপজেলা ইসলামী আন্দোলন সাধারণ সম্পাদক মুফতি নোমান সিরাজী, নেত্রকোনার জেলা ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি হাফেজ মাওলানা আমিনুল হক লিমন, মুজাহিদ কমিটির ছদর মুফতি মাওলানা মাজহারুল ইসলাম, এবি পার্টি নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী প্রমুখ।
এসময় ইউনিয়ন ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,