সারাদেশ

ফেনীর সোনাগাজীর কেরামতিয়ায় শান্তি রক্ষায় ব্যবসায়ীদের মানববন্ধন

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের কারামতিয়া বাজার ব্যবসায়ীরা রাজনৈতিক অস্থিরতা বন্ধে ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় দোকান বন্ধ করে গতকাল মানববন্ধন করে।২১ মার্চ দুপুরে ছাত্রদল-যুবদলের সংঘর্ষের থমথমে পরিস্থিতির কারণে অনেকটা ব্যবসায়ীদের বেচাকেনা বন্ধ হয়ে যায়।ইফতার পরবর্তী সময় আবার হামলা হলে আবারো উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।সে সময় দুই পক্ষের অন্তত ১৫জন আহত হয়।যার কারণে পরের দিন ২২ মার্চ বৃহস্পতিবার ব্যবসায়ীরা আধাবেলা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানায়।এবং সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল করে কেরামতিয়া বাজার জিরো পয়েন্টে প্রতিবাদ সভা করে।বাজার ব্যবসায়ী আবুল বাশারের সভাপতিত্বে ও মাওলানা মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ,নুর আলম,রুহুল আমিন মেম্বার,আমির হোসেন রাসেল,সাইফুল ইসলাম,সেলিম আহমেদ,মোহাম্মদ হেলাল,ডাঃ মোঃমানিক,নুরুল আলম,মোঃআবুল কাসেম।এতে বাজারের শতাধিক ব্যবসায়ীরা অংশ নেয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং