সারাদেশ

“ফিলিস্তিনের উপর ইসরাইলি হামলার প্রতিবাদে নেত্রকোণা সরকারি কলেজে মানববন্ধন”

মোঃ রেজাউল ইসলাম রানা
সংবাদ প্রতিনিধি, নেত্রকোণা সদর।

নেত্রকোণায় আজ (শনিবার) দুপুর ২ টায় নেত্রকোণা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত হামলা ও দখলদার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে কলেজের শিক্ষার্থীর সহ অংশ নেই সাধারণ জনগণ। এই মানববন্ধনটি কলেজের মূল ফটকের সামনে রাস্তার পাশে আয়োজিত হয়।

মানববন্ধনটির সঞ্চালক ছিলেন তারেক মিয়া। এ সময় বক্তব্য রাখেন—মাওলানা ত্বোকি সাহেব, মাওলানা রুহুল আমিন, আল মামুন, ফাহিম রহমান খান পাঠান, জোবায়ের আহমেদ সাজিদ, জনাব হৃদয়, শাহ আলম, ইঞ্জিনিয়ার শেখ জামাল এবং তারেক আবির।

বক্তারা যুদ্ধ বিরতির মাঝেই ফিলিস্তিনে ইসরাইলি বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের বর্বর হামলা মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং এটি আন্তর্জাতিক আইন বিরোধী।” তারা ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বলেন, “সাধারণ জনগণের মাধ্যমে নয়, বরং রাষ্ট্রীয়ভাবে ইসরাইলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

বক্তারা আরও বলেন, “প্রয়োজন হলে বাংলাদেশে ইসরাইলি পণ্য আমদানি বন্ধ করা উচিত।”

মানববন্ধনের শেষে প্রতিবাদকারীরা সাধারণ মানুষের কাছে ইসরাইলি পণ্যের বয়কটের প্রচারে একটি পোস্টার বিতরণ করেন, যাতে ইসরাইলি পণ্যের তালিকা উল্লেখ করা হয়।

এই কর্মসূচির মাধ্যমে নেত্রকোণার সাধারণ শিক্ষার্থীরা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,