সারাদেশ

সিরাজগঞ্জে জোড়া খু‌নের ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার- ৩

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি:
সিরাজগঞ্জ জেলার বহুল আলোচিত ক্লুলেস চাচা-ভাতিজা হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে অন্যতম প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফাতার করা হ‌য়ে‌ছে।
শনিবার (২২ মার্চ) বেলা ১২ টার র‌্যাব-১২, সদর কোম্পানীর অতিরিক্ত পুলিশ সুপার
দিকেদীপংকর ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামি হলেন, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন বৈকন্ঠপুর গ্রা‌মের মোঃ সুরুজ্জামান শেখের ছে‌লে
মোঃ রবিউল ইসলাম (২৫), একই গ্রামের
মোঃ আব্দুল মালেক সরকারের ছে‌লে মোঃ আবু হানিফ (২৪), আঃ রাজ্জাক শেখে‌ে ছে‌লে মোঃ ফেরদৌস শেখ (১৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মার্চ বিকাল আনুমানিক ৪ টার দি‌কে রায়গঞ্জ থানার বেইলী ব্রীজ সংলগ্ন কাঁদা পানিতে কচুরি পানার মধ্যে মোঃ রিয়াজ উদ্দিন সেখ (২১) ও মোঃ হৃদয় সেখ (১৮) এর উপুর অবস্তায় দুইটি মরদেহ ভেষে ও‌ঠে। প‌রে পু‌লিশ লাশ উদ্ধা ক‌রে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এতে সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,