সারাদেশ

দশমিনায় যুবদল নেতাদের বিচারের দাবিতে জামায়াত নেতার মানববন্ধন

মো,জায়েদ হোসেন
দশমিনা  (পটুয়াখালী) প্রতিনিধি ॥
পটুয়াখালীর দশমিনায় যুবদল নেতাদের বিচারেরর দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়ন জামায়াত নেতাসহ এলাকাবাসী।
শনিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজারের হাজী মার্কেটের সামনে প্রায় শতাধিক লোকজনের অংশগ্রহণে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আলহাজ্ব মো. জাকির হোসেন মানববন্ধনে দাবি করেন, বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী মো. হাসানুজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল মোল্লা ও ইউপি সদস্য সিদ্দিকসহ কয়েকজনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন শুক্রবার রাতে তার বাড়ি-ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় বাড়ি-ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করে সাড়ে তিন লক্ষ টাকা-পয়সা লুটপাট করে নিয়ে যায় হামলাকারীরা। আলহাজ্ব মো. জাকির হোসেন দাবি করেন; তিনি জামায়াত ইসলামের সমর্থন করায় ক্ষোভে তার বাড়ি-ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরসহ তাদের উপর হামলা করা হয়।
শনিবার সকাল পর্যন্ত দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত যুবদল নেতা কাজী মো. হাসানুজ্জামান ও মো. নজরুল মোল্লা বলেন, তারা হামলা ভাঙচুর চালাননি। বরং জামায়াতের সহসভাপতি আলহাজ¦ মো. জাকির হোসেন লোকজন নিয়ে  তাদের উপর হামলা করে তাদের মাথা ফাটিয়ে দিয়েছে। তিনি আ.লীগের লোক।
উপজেলা জামায়াতের আমীর লুৎফর রহমান বলেন, আলহাজ¦ মো. জাকির হোসেন পরীক্ষিত জামায়াতের নেতা। তার কাছে দীর্ঘদিন ধরে এক পক্ষ চাঁদা দাবি করে আসছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,