সারাদেশ

কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মারুফ হাসান, (কালীগঞ্জ) গাজীপুর:

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । রবিবার (২২ শে রমজান) কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজাদ কমিউনিটি সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এ সময় কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফারিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সঞ্চালনা করেন মোঃ নায়েবুর রহমান মাসুদ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ । অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  কালীগঞ্জ উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আলহাজ্ব আজাদ আনোয়ার হোসেন । অনুষ্ঠানে স্বাগত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন মাস্টার , কালীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি ,কালীগঞ্জ উপজেলার কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী  ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফাহাদ আহম্মেদ জিহাদি  ও অনুষ্ঠানে শেষে দোয়া করেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসান  ।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ,বিএনপির সভাপতি হুমায়ূন মাষ্টার , কমিটির পক্ষে মোঃ ইসমাইল হোসেন মোড়ল । প্রধান অতিথিত তার বক্তব্য বলেন,বলেন এই কমিটির প্রধান উদ্দেশ্য হল সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি যাতে না করে তার জন্য সচেতনতা বৃদ্ধি করা। আজকের এই মতবিনিময় সভায় মূল উদ্দেশ্য হোক দুর্নীতিকে প্রতিরোধ করা, সমাজ থেকে দুর্নীতিকে চিরতরে শেষ করতে হলে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। প্রতিটি স্তরে আমরা দুর্নীতিকে না বলি, সবাই নিজে থেকে দুর্নীতিমুক্ত থাকি এই হোক আজকের অঙ্গীকার।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,