রায়পুর পৌরসভায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মাহমুদ সানি রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি:
স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়।
রায়পুর পৌরসভায় জামায়াতে ইসলামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফারুক হোসেন নূর নবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সূরা সদস্য মমিন উদ্দিন পাটোয়ারি, জেলা জামায়াতের সূরা সদস্য ইসমাইল হোসেন, জেলা জামায়াতের সূরা সদস্য ও পৌর মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মনির হোসেন ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের আইন সম্পাদক আরমান পাটোয়ারসহ রায়পুর পৌর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
“লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী আয়োজন করে। এতে দলীয় নেতৃবৃন্দ, সমর্থক ও অতিথিরা উপস্থিত ছিলেন।”
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) রায়পুর আলিয়া মাদ্রাসার হল রুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে সভাপতি হাফেজ মাওলানা ফজলুল করিম রায়পুর পৌরসভা সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন, মেয়র পদপ্রার্থী নাম ঘোষণা অধ্যক্ষ মনির হোসেন ও পৌর ৯ ওয়ার্ডের কাউন্সিলর নাম ঘোষণা করেন।