সারাদেশ

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু 

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে ট্রাকের ধাক্কায় মো. আরিফ (২৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ মার্চ) পিরোজপুর পৌরসভার হুলারহাট – পিরোজপুর সড়কের ছোট খলিশাখালী এলাকার কাঠের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে পিরোজপুর পৌরসভাধীন হুলারহাট – পিরোজপুর সড়কের ছোট খলিশাখালী কাঠের পোল এলাকায় পার্শ্ব রাস্তা থেকে আরিফ নামে এক ভ্যানচালক ভ্যান নিয়ে এই ব্যস্ত সড়কে বের হন। তখন বরিশাল থেকে আসা একটি ট্রাক ভ্যানচালককে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা তখন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেবেকা সুলতানা বলেন, মো. আরিফ নামে এক ভ্যানচালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে এবং ট্রাকচালককে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,