সারাদেশ

মানিকগঞ্জে স্কুল স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা উচ্চ বিদ্যালয়ের স্থানান্তরের প্রতিবাদে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপজেলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
রবিবার সকাল‌ ১০ টায় সাটুরিয়া উপজেলা চত্বরে ইউএনও ও শিক্ষা অফিসের সামনে মানববন্ধন করে ছনকা চরের এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে ছাত্র ছাত্রী অভিভাবক বৃন্দ। চরের স্কুল চরেই থাকবে। স্থানান্তর করতে দেব না স্লোগানে মুখরিত উপজেলা চত্বর।
বরাইদ ইউনিয়নটি ধলেশ্বরী নদী দ্বারা বেষ্টিত। এ ইউনিয়নে ছনকা গ্রামের আশেপাশে আর কোনো বিদ্যালয় না থাকায় ২০১৫ সালে সর্বস্তরের জনসাধারণের সুবিধার্থে ছনকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এতে ওই এলাকার দরিদ্র শিক্ষার্থীরা শিক্ষা লাভ করে। ২০২২ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়,  এমপিও ভুক্তি হবার‌ পর হতে একটি মহল বিদ্যালয়টি  স্থানান্তরের জন্য পায়তারা করছে। ধলেশ্বরীর পশ্চিম পার্শ্বে সাটুরিয়া উপজেলার শেষ প্রান্তে সরানোর প্রক্রিয়া করে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মজিদ জানান, বিদ্যালয় স্থানান্তরের বিষয়ে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মানিকগঞ্জ সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।  মামলা থাকার পরেও, বিদ্যালয় স্থানান্তরের জন্য কার্যক্রম চালানো হচ্ছে।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন বলেন ধলেশ্বরী পশ্চিম পার্শ্বে ঐতিহ্যবাহী ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয় নামে একটি পুরাতন স্কুল আছে। ঐ স্কুলটিকে ধ্বংস করার অভিপ্রায়ে একটি মহল নতুন করে ছনকা বিদ্যালয়টি স্থানান্তরের পাঁয়তারা করতেছে। তাছাড়া নদীর পূর্ব পাড়ের ১০/১১ টি গ্রামের চরের বাসিন্দাদের ছেলে মেয়েদের লেখা পড়ায় বিঘ্ন ঘটিয়ে বিদ্যালয়টি স্থানান্তর অযৌক্তিক।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আসাউদ জামান জানান, কয়েক বছর আগে বিদ্যালয়ের পক্ষে একটি পক্ষ নদী ভাঙ্গনে ক্ষতির শঙ্কা নিয়ে একটি চিঠি দেয়। ওই সময় বিভিন্ন টিম কমিটির সদস্যরা এই শঙ্কা সত্যতা পেয়েছিলেন। পরে বিদ্যালয় স্থানান্তরের জন্য মন্ত্রণালয় ও ডিজি অফিস থেকে চিঠি আসে। তবে, সম্প্রতি জানা গেছে, ছনকা গ্রামের বেশিরভাগ মানুষ চাইছে বিদ্যালয়টি বর্তমান স্থানে থাকুক এবং আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিকগঞ্জ জেলা অফিসে মিটিং এ ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন অসুস্থতার কারণে ছুটিতে আছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,