সারাদেশ

মহেশপুরে বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

মহেশপুর (ঝিনাইদহ) থেকে মোঃ আজাদঃ
ঝিনাইদহের মহেশপুরে চাঁদাবাজি,টেন্ডারবাজি,লুট তরাজসহ বিভিন্ন অনৈতিক কায্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ।
সোমবার সকালে মহেশপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শহীদ আবু সাঈদ চত্তরে বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সম্বনয়ক হামিদুর রহমান রানার সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামিল হাসান, আবু হানিফ,মকলেচুর রহমান, আনাচ উদ্দীন,আছিফ উদ্দীন প্রমুখ।
বক্তরা বলেন অতি সত্তর মহেশপুরে চাঁদাবাজি,টেন্ডারবাজি,লুটতরাজসহ বিভিন্ন অনৈতিক কায্যকলাপ বন্ধ করতে হবে। না হলে বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বসে থাকবেনা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,