ফেনীর ছাগলনাইয়া সরকারী কলেজের কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়া উপজেলা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে ছাগলনাইয়া সরকারি কলেজের প্রিয় মানুষ ( কর্মচারীদের)গুলোর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেয়া হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টুটুল কান্তি সাহা।ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন রবিউল হক রবি,মিরাজ হোসাইন, তানজিলুল হক মিয়াজী,সাঈদুল আফরীন সাদী, মোবারক হোসেন,মাহফুজুর রহমান শাওন,আবদুর রহমান ও রিফাত।