সারাদেশ

গাইবান্ধায় জেলা বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে এক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ সোমবার পৌর শহরে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের ইনডোর স্টেডিয়ামে এ যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এ যৌথ কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু।
কর্মীসভায় জেলার সাত উপজেলার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের সঞ্চালনায় যৌথ কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সাবেক এমপি সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, কাজী আমিরুল ইসলাম ফকু, মাহমুদুল ইসলাম প্রামানিক, মোস্তাক আহমেদ মোস্তাক, আব্দুর রাজ্জাক ভুটটু, শাহজালাল সরকার খোকন, খন্দকার জাকারিয়া জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেকসহ অন্যান্যরা। বক্তারা কর্মীসভায় সংগঠনকে শক্তিশালী করতে সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,