সারাদেশ

ইবিতে মহান স্বাধীনতা দিবস পালন

ইবি প্রতিনিধি:
দিনব্যাপী নানামুখী আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবন চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে একে একে বিভিন্ন সমিতি, হল, বিভাগ, ছাত্রসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
পরে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গতকাল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে রাত ১০ টা ৩০ মিনিটে  ক্যাম্পাসে এক মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,