শার্শায় বীরশ্রেষ্ট নূর মোহাম্মদের সমাধি স্থলে শার্শা উপজেলা প্রশাসন ও বিজিবি মহাপরিচালক এর পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান
বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায় কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের সমাধিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন, শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিজয় দিবস উপলক্ষে সকাল ৮টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পন, শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে নূর মোহাম্মদের পরিবার, তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সরকারি পরিচালক মোঃ মাসুদ রানা,শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম রবিউল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেসা,স্থানীয় দুই নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সহ আরো অনেক।


