সারাদেশ

ফিলিস্তিনিদের পক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সংহতি প্রকাশ, ক্লাস-পরীক্ষা বন্ধ

আব্দুর রহমান ঈশান: গাজায় নারী ও শিশু সহ নিরস্ত্র, নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যার প্রতিবাদে ডাকা বিশ্বব্যাপী হরতালের সাথে সংহতি প্রকাশ করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা।
এক বিবৃতিতে তারা জানান, “এই মানবিক সংকট ও অমানবিক হামলার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে প্রতিবাদ জানানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই উপলব্ধি থেকেই আগামীকাল ৭ এপ্রিল (রবিবার) বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। একইসাথে আমরা এই গণহত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক আদালতের সুদৃষ্টি কামনা করছি।”
সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, তারা এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববাসীকে একটি স্পষ্ট বার্তা দিতে চান— ফিলিস্তিনের মানুষের ওপর এই নির্মম বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশ থেকেও প্রতিবাদ জানানো হচ্ছে এবং মানবতার পক্ষে অবস্থান নেওয়া হচ্ছে।
এই সময় সকল সচেতন শিক্ষার্থী, শিক্ষক, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা এই কর্মসূচিকে সমর্থন ও সম্মান করেন।
“মানবতার পক্ষে, নিপীড়িতের পাশে”—এই স্লোগানকে সামনে রেখে আগামীকাল শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রেখে এই ঐতিহাসিক হরতালের প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে জানানো হয়।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (SUB) রাজধানী রাজধানীর পূর্বাচলে অবস্থিত একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই বিশ্ববিদ্যালয় মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও ন্যায়ের পক্ষে অবস্থানের পরিচয় দিয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বিভাগে সহশ্রাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং