সারাদেশ

স্বাধীনতা দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩টায় মহানগর জামায়াতের  কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা  মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন  মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগর জামায়াতের  সেক্রেটারি  মু. মাহবুবুর রহমান পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ মোছলেহ  উদ্দিন।মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন,
অধ্যাপক মফিজুর রহমান,মু.লুৎফুর রহমান খান মাসুম,শ্রমিক নেতা অধ্যাপক রফিকুল ইসলাম।
সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন,দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ আমরা পেয়েছি পৃথিবীর মানচিত্রে ৫৬ হাজার বর্গমাইলের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এ স্বাধীনতা অর্জন করতে অনেক ত্যাগ-তিতিক্ষা ও রক্ত বিসর্জন দিতে হয়েছে। অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে আমাদের সকলকে দেশ গড়ার কাজে নিজ নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে; তাহলেই স্বাধীনতা অর্জন স্বার্থক ও সফল হবে। আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,