সারাদেশ

চাঁদপুর-রায়পুর রুটে সিএনজির অতিরিক্ত ভাড়া আদায়, ভোগান্তিতে যাত্রীরা

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: চাঁদপুর থেকে রায়পুরগামী সিএনজি চালিত অটোরিকশা চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা নেওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

 

স্থানীয় যাত্রীদের অভিযোগ, কিছুদিন আগেও এই রুটে জনপ্রতি ভাড়া ছিল ৮০-১০০ টাকা, কিন্তু এখন তা বেড়ে ২৫০-৩০০ টাকা নেওয়া হচ্ছে। চালকরা বিভিন্ন অজুহাতে বেশি ভাড়া আদায় করছেন, তবে কোনো নির্দিষ্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই।

 

যাত্রী এডভোকেট আবদুল আহাদ শাকিল বলেন, “সিএনজিচালকরা আমাদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। বাধ্য হয়েই বেশি টাকা দিতে হচ্ছে।” অন্যদিকে, এক চালকের দাবি,  সড়কে যানবাহনের চাপ বেশি, তাই আমরা একটু বেশি ভাড়া নিচ্ছি।”

 

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিয়মিত অভিযান চালানো হবে এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে মনিটরিং জোরদার করা হবে।

 

চাঁদপুর-রায়পুর রুটে সিএনজি ভাড়া নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। যাত্রীরা ন্যায্য ভাড়ায় যাতায়াত করতে পারলে তাদের দুর্ভোগ কমবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,