সারাদেশ

লোহাগাড়ায় বনকর্মীদের মারধর করে সংরক্ষিত বনের গাছ লুট

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম লোহাগাড়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তাসহ বনকর্মীদের মারধর করে সংরক্ষিত বনের গাছ লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
২৮ মার্চ শুক্রবার রাত আনুমানিক ১০ টার সময় চুনতি রেঞ্জের সাতগড় বিটের হিমচড়ি এলাকায় এই ঘটনা ঘটে, এ সময় চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসানসহ ৬ জন আহত হয়, তন্মধ্যে হারবাং বনবিট কর্মকর্তা একেএম আবু সাঈদকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসান আহত হওয়ায় বক্তব্য দিতে পারেননি, সাতগড় বনবিট কর্মকর্তা মহসীন আলি ইমরান গনমাধ্যমকে বলেন, সংরক্ষিত এলাকা থেকে  গোপন সংবাদের ভিত্তিতে রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে স্টাফদের নিয়ে ঘটনা স্থলে পৌঁছায় এবং একটি গাছ ভর্তি জিপ গাড়ি জব্দ করি, কিছু বুঝে উটার আগেই চতুর্দিক থেকে ৩০-৪০ জনের দূর্বৃত্তের একটি দল দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আমাদের উপর আক্রমণ করে, আমাদেরকে বেধড়ক মারধর করে জব্দ গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়, স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, হারবাং বিট কর্মকর্তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ করা হয়।
এ ঘটনায় আমি জীবন রক্ষার্থে ঘটনাস্থল থেকে সের যাই, চুনতি রেঞ্জ কর্মকর্তা, হারবাং বিট কর্মকর্তাসহ সাতগড় বিটের সকল কর্মচারী গুরুতর আহত হয়, তাদের মধ্যে একজনের হাত এবং অপরজনের পা একদম ভেঙে যায়।
এ ঘটনার বিষয়ে লোহাগাড়া থানাকে অবহিত করেছি, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ বন আইনে  মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনার বিষয়ে জেনেছি, লিখিত অভিযোগ পেলে আইনগত বেবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,