কোম্পানীগঞ্জে ১২ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো আলাউদ্দিন ডেইরি ফার্ম।

জয়া হাসান,নোয়াখালী-নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় ১২ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো আলাউদ্দিন ডেইরি ফার্ম নাম নামে প্রতিষ্ঠানটি।
রবিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা সিরাজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে আলাউদ্দিন ডেইরি ফার্মের প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি মোঃ আলাউদ্দিন উপস্থিত থেকে ১২ হাজার পরিবারের মাঝে এইসব ঈদ সামগ্রী বিতরণ করেন,ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি লুঙ্গি থ্রি পিস পাঞ্জাবি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সমূহ।
ঈদ সামগ্রী বিতরণ শেষে শিল্পপতি মোহাম্মদ আলাউদ্দিন বলেন মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। উৎসব সবার। উৎসবে আমাদের সবাইকে সামর্থ্য ভাগাভাগি করতে হবে। ঈদের আনন্দ থেকে সমাজের বিশাল অংশকে বঞ্চিত করে কোনভাবেই ঈদকে কেবল সামর্থ্যবানদের উৎসবে পরিণত করা যাবে না।
তিনি আরোও বলেন, সমাজের বিত্তবান মানুষের কাছে আহ্বান জানাই, অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান এবং তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সারা দেশে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক।