ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের আয়োজনে চলছে “ফ্রি হেল্থ ক্যাম্প”২০২৫

মোঃ মনিরুজ্জামান অনিকঃবালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আজ পহেলা এপ্রিল( মঙ্গলবার) বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গনে চলছ ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫। সকাল থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত কালমেঘ কলেজে এবং ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত লাহিড়ী পূর্ব জামে মসজিদ মাঠে উক্ত মেডিকেল ক্যম্প চলবে।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও-২ আসনের গণমানুষের নেতা ও ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা জননেতা মাওলানা আব্দুল হাকিম।এ সময় ৫ নং দুওসুও বিএনপির সভাপতি মোঃসফিকুল ইসলাম, সহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান(ডাক্তারেরা) এবং দেশের সুনামধন্য মেডিকেল কলেজে অধ্যায়নরত ডাক্তার রা আজকের এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করবেন।
বালিয়াডাঙ্গী উপজেলার দরিদ্র, অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেই ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম কর্তৃক আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন।
জানা গেছে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে এমবিবিএস ডাক্তার কর্তৃক চিকিৎসা সেবা প্রদান,পরামর্শ দান এবং অসহায়দের ফ্রি ঔষধ দেওয়া হবে।
ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা জননেতা মাওলানা আব্দুল হাকিম বলেন, আমাদের এলাকার গরিব, অসহায় অবহেলিত মানুষদের ফ্রী চিকিৎসা সেবার আয়োজন করেছি।আগামীতেও আমরা এ ধরনের বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কার্যক্রমের ধারা অব্যহত রেখে ঠাকুরগাঁও -২ আসনের মানুষের খুব কাছাকাছি থেকে এ এলাকার উন্নয়ন করতে চাই।এ জন্য অত্র এলাকার মানুষসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।