সারাদেশ

পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন জব্বার

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছেন জব্বার (৪৫)। ঘটনার দুই দিন পর উপজেলার কশব ইউনিয়নের এক ইটভাটার পাশে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা।
নিহত জব্বার  উপজেলার ১৩ নং কশব ইউনিয়নের মো. ফজের আলীর ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জব্বার দীর্ঘদিন ধরে স্থানীয় এক ব্যক্তির কাছে কিছু টাকা পাওনা ছিলেন। ঘটনার দিন তিনি পাওনা টাকা চাইতে গেলে আর বাড়ি ফেরেননি। পরে তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে দুই দিন পর এলাকাবাসী ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,