সারাদেশ

মানিকগঞ্জে মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন  

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মো: হারুন-উর-রশিদ, তার ছেলে মো: সাব্বির হোসেনসহ ৪ জন গুরুতর আহতের ঘটনায় মামলার আসামীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা এলাকার বাংলার মোড়ে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় মো. মনসুর আলী, ফারুক হোসেন, মো. আমানুল্লাহ, আহত সাব্বির, মিজানসহ অনেকে।
এসময় ভুক্তভোগীরা জানান, সিংগাইর থানায় মামলা হলেও আসামিদেরকে এখনো গ্রেফতার করা হয়নি, বরং আসামিরা বর্তমানে স্বজনদের মোবাইল ফোনে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। অতি দ্রুত মামলার আসামি ফারুক, ডালিমসহ অন্যান্যদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।
সম্প্রতি জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর এলাকায় ব্লাজন নামক লেবেল ফ্যাক্টরীর উত্তর-পূর্ব পাশে গরুর ঘাস কাটার সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় মো. ফারুক হোসেন, মো. ডালিমসহ ১৭ জন নামীয় ও ১০-১২ জন অজ্ঞাত আসামী দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে মোঃ হারুন-অর-রশিদসহ আরো ৪-৫ জনের উপর অতর্কিত হামলা চালায়। হারুন-উর-রশিদ কে উদ্ধার করতে গিয়ে মো: হারুন-অর-রশিদের ছেলে সাব্বির (১৯), মো: মিজানুর রহমান (৪০) ও শামসুল আলম (৪২) গুরুতর আহত হন। এরমধ্যে হারুন অর রশিদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্বজনেরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,