ফেনীর ফুলগাজীতে যৌথবাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দলের সাবেক ২ নেতা গ্রেফতার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ফুলগাজীতে যৌথবাহিনীর অভিযান চালিয়ে ৩৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফুলগাজী সদর ইউনিয়ন এর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ওরফে সবুজ (৩১) ও আক্কাস উদ্দিন ওরফে আকাশ (৩৩) নামে দুজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।তাঁরা দুজনে উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা।বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকা থেকে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।ফুলগাজী থানার উপপরিদর্শক(এসআই)মো.হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. শহীদুল ইসলাম ওরফে সবুজ ও একই গ্রামের মো. আক্কাস উদ্দিন ওরফে আকাশ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।এই সময় তাদের দেয়া তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ শত ৩৩ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
জানতে চাইলে ফুলগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.আবুল কালাম জানান,মাদক ব্যবসার অভিযোগে শহীদুল ইসলাম ওরফে সবুজকে ৩ বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের কোন সদস্যপদে নেই।ফেনীর ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন তাঁদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে তিনি আরো বলেন,শহীদুল ইসলাম ওরফে সবুজের বিরুদ্ধে ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে বৃহস্পতিবার দুপুরে দুই আসামীকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।