খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচিত দাম্পত্য কলহের জেরের ঘটনায় নতুন মোড় নিয়েছে। বুধবার বিকেলে স্ত্রী বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরআগে মঙ্গলবার স্বামী বাদী হয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।
জানা যায়, মঙ্গলবার স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের জেরে শালিসি বৈঠক হয়। বৈঠকে স্ত্রী ও এক ছাত্রদল নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেন স্বামী। তবে অভিযোগ অস্বীকার করেন স্ত্রী। পরে ঘটনার মিমাংসা না হয়ে গড়ায় থানা পর্যন্ত। ছাত্রদল নেতার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগও দেন স্বামী। পরদিন স্বামীর বিরুদ্ধেই জোরপূর্বক মিথ্যা জবানবন্দি নেওয়ার চেষ্টা ও শারিরীক নির্যাতনের পাল্টা অভিযোগও দেন স্ত্রী।
এদিকে ভুক্তভোগী স্ত্রী বলেন, আমাকে মারধর ও নির্যাতনের ঘটনা আড়াল করতেই ছাত্রদল নেতার সাথে মিথ্যা পরকীয়ার ঘটনা সাজিয়েছে আমার স্বামী। এতে একটি মহল জোরপূর্বক আমার স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করে। তাই আমি স্বামী সহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
অপরদিকে স্বামী বলেন, আমার স্ত্রীর সঙ্গে ছাত্রদল নেতা দীর্ঘদিন ধরে পরকীয়া লিপ্ত। আমার স্ত্রীর সাথে ছাত্রদল নেতা ভিডিও কলে কথা বলার সময় আমি দেখে ফেলি এবং প্রতিবাদ করি। পরে পরিবার ও সমাজের লোকদের জানিয়েও ঘটনার কোন প্রতিকার না পেয়ে থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি।
অন্যদিকে ছাত্রদল নেতা ঘটনার বিষয়টি অস্বীকার করে বলেন, মিথ্যা-ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত ঘটনা। আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতেই এই ঘটনায় ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হর শুভ বলেন, এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় অতি দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। ছাত্রদলের নেতা দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, গত মঙ্গলবার স্বামী বাদী হয়ে স্ত্রীর সাথে পরকীয়ার অভিযোগ তুলে ছাত্রদল নেতার বিরুদ্ধে ১টি অভিযোগ দেন। পরে এ ঘটনায় বুধবার স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ তুলে লিখিত অভিযোগ দেন স্ত্রী। ঘটনার বিষয়টি সুষ্টু তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।