খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে নসিমনের ধাক্কায় প্রাণ গেল হুজাইফা ওরফে আলিফ (১২) বছরের এক মাদ্রাসার শিক্ষার্থী।
নিহত হুজাইফা উপজেলার ভাদুড়ীচর গ্রামের দিন মজুরি এখলাছ মিয়ার ছেলে। সে শালদাইর নূরে মদিনা দারুল উলুম মাদ্রাসার নাজেরেনা বিভাগের ছাত্র।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের উপজেলার বাগবাড়ি নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত আলিফ উপজেলার গোবিন্দাসী বাজার থেকে বাইসাইকেলে বাড়িতে ফিরছিলো। ভূঞাপুর-যমুনা সেতু সড়কের বাগবাড়ি এলাকায় পৌঁছালে ভূঞাপুর থেকে ছেড়ে আসা বাঁশ ভর্তি নসিমনটি সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতরভাবে আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘনটনা বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জানান, খবর শুনে ঘটনার স্থলে পুলিশ যেয়ে নসিমন ও চালক আটক করা হয়। কিন্তু নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায়, চালক সহ নসিমনটি ছেড়ে দেয়া হয়।